দিনাজপুরে গত ২৪ ঘন্টায় সাংবাদিকসহ নতুন করে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কমল দাস (৩৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় ১০ জন করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্তের মধ্যে সদরে ৪ জন, বিরামপুরে ৪ জন, বিরলে একজন এবং পার্বতীপুরে একজন রয়েছেন।
তিনি জানান, আকরাম হোসেন করোনায় আক্রান্ত সাংবাদিক বিরামপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মোহনা টিভি বিরামপুর প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কমল দাসের বাড়ি চিরিরবন্দর উপজেলায়। তার মৃত্যুর সংবাদ পরিবারকে দেয়া হলেও পরিবারের লোকজন কেউ লাশ গ্রহণ করতে আসছেন না। এ কারণে কোতয়ালী থানা পুলিশ কমল দাসের মৃত দেহ সৎকার করেন ।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩১৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৭ জন।