করোনার প্রকোপে সারা বিশ্ব লকডাউনে। টানা ৭৪ দিন বিমানবন্দরে আটকে ফুটবলার। এই ফুটবলারের করুণ কাহিনী শোনার পর হলিউডে 'দ্য টার্মিনাল' সিনেমার গল্প মনে পড়ে যেতে পারে অনেকের। ভারতেই ঘটল এমন ঘটনা। ভারতে চার দফার লকডাউন করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ২৫ মার্চ থেকে দেশে ম্যারথন লকডাউন চলে। ২৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত ভারতে চার দফার লকডাউন চলে। যার ফলে আন্তঃরাজ্য পরিবহন পরিষেবা বন্ধ ছিল। আর এই সময়ে ৭৪ দিন মুম্বাই বিমানবন্দরে বন্দি দশা কাটালেন ফুটবলার। ঘানার ফুটবলার র্যান্ডি জুয়ান মুলারের ভোগান্তিও কম হয়নি। ভারত সফর তিনি হয়তো সারাজীবন মনে রাখবেন।
যেদিন বাড়ি ফেরার জন্য বিমানে ওঠার কথা ছিল সেদিনই লকডাউন শুরু হয় গোটা দেশে। দুর্ভোগের শেষ হয় যুবা সেনার হাত ধরে। শিব সেনার যুব শাখার সদস্য-সমর্থকদের দৌলতে বন্দিদশা থেকে মুক্তি পান ওই তরুণ ফুটবলার। বর্তমানে তাকে এয়ারপোর্টের কাছেই একটি হোটেলে রাখার বন্দোবস্ত করে দিয়েছে যুবা সেনার সদস্যরা। বিমান পরিষেবা ফের চালু হলেই তাকে তার দেশে ফেরানো হবে।
মুলার কেরলের ওপিআরসি স্পোর্টস ক্লাবের হয়ে খেলার জন্য ভারতে এসেছিলেন গত নভেম্বরে। সঙ্গে ছিল ছ’মাসের ভিসা। কিন্তু বাড়ি যাওয়ার জন্য মুম্বাই বিমানবন্দরে পৌঁছান সেদিন থেকেই দেশে লকডাউন শুরু হয়ে যায়। ব্যস! সেদিন থেকে বিমানবন্দরের টার্মিনালই হয়ে যায় তার ঘরবাড়ি। পর্দার টম হ্যাংকসের মতোই তিনিও হয়ে যান ‘দ্য টার্মিনাল’ এর বাসিন্দা। তারপর থেকে বিমানবন্দরের কর্মী-নিরাপত্তারক্ষীদের সহায়তায় দিন কাটছিল মুলারের। বিমানন্দরের শৌচাগারে স্নান করতেন, জামাকাপড় ধুতেন। কোনওদিন সিঙারা আবার কখনও বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া ফ্রায়েড রাইস খেয়েই কাটিয়েছেন মুলার। বিমানবন্দরের কর্মীরা জানিয়েছেন, কখনও বাগানে ঘুরতেন, আবার কখনও বই পড়ে-নিরাপত্তারক্ষীদের সঙ্গে আড্ডা মেরে সময় কাটাতেন মুলার। এইভাবেই কেটেছে ৭৪ দিন।
বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে অনেক সাহায্য করেছে। খাবার দেওয়া, ওয়াইফাই ব্যবহার করা থেক শুরু করে ফোন করতে দেওয়া সবকিছুই সুবিধা পেয়েছেন মুলার। তারপর নিজের দুর্দশার কথা টুইট করেন তিনি। তখন তা নজরে আসে মহারাষ্ট্রের পরিবেশ ও পর্যটন মন্ত্রী তথা যুবা সেনার প্রধান আদিত্য ঠাকরের। সঙ্গে সঙ্গে তার নির্দেশে যুবা সেনার সদস্যরা মুলার একটি হোটেলে থাকার বন্দোবস্ত করে দেন। শুধু তাই নয়, বিমান পরিষেবা চালু হলে মুলারকে বাড়ি ফেরার টিকিটের ব্যবস্থাও করে দেওয়া হবে বলে জানিয়েছেন এক যুবা সেনা নেতা। মুলার জানিয়েছেন, ‘আদিত্য ঠাকুরের কাছে কৃতজ্ঞ। একটা ম্যাচ খেললে ২ থেকে ৩ হাজার টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু কোনও ম্যাচ খেলিনি। এদিকে ভারতে থাকতে খাওয়া বাবদ খরচ হয়েছে দেড় লক্ষ টাকা। টাকা না থাকায় বাড়ি ফেরা ছাড়া উপায় ছিল না।’
লকডাউন শুরু হওয়ার পর তাকে বিমানবন্দরে যেতে বলে মুম্বাই পুলিশ। মুলার বলেন, ‘সেখানে গিয়ে দেখি, বিমান পরিষেবা বন্ধ। সিআইএসএফ আমাকে সেখানে দিতে রাজি ছিল না। কিন্তু আমার কিছু করার ছিল না। এয়ারপোর্টের লোকজন আমাকে খাবার দিত, কিছু টাকাও দিয়েছিল। তারপর যাত্রীদের কাছ থেকে কয়েকটা বই পাই। সেগুলো পড়তাম আর এয়ারপোর্টে ঘুরে বেড়িয়ে সময় কাটত। নিজেকে বোঝাতাম, একদিন দুঃসময় কাটবে। এক যাত্রী ‘Be Your Own Therapist’ বইটা দিয়েছিলেন। সেটা পড়ে বেঁচে থাকার রসদ পেতাম। হতাশা দূর হয়েছিল। স্টিভেন স্পিলবার্গের ছবি ‘দ্যা টার্মিনাল’ এর টম হ্যাংকসের মতো আমার জীবন হয়ে গিয়েছিল। নিজের দুর্দশার কথা টুইট করতেই আদিত্য ঠাকরে আমাকে সাহায্য করেন।’