logo
আপডেট : ৮ জুন, ২০২০ ১৬:০৯
ধানমন্ডিতে বাসের ধাক্কায় রিকশা যাত্রীর মৃত্যু
অনলাইন ডেস্ক

ধানমন্ডিতে বাসের ধাক্কায় রিকশা যাত্রীর মৃত্যু


রাজধানীর ধানমন্ডিতে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম (৪৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নর্দান হাসপাতালের আইসিইউতে মারা যান।
 ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিন সাংবাদিকদের বলেন, গতকাল রাতে ধানমন্ডি ৮/এ কেবি স্কয়ারের সামনে ইকোনো পরিবহনের একটি বাস রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে যাত্রী আব্দুর রহিম (৪৪) ও চালক মিলন (২৮) আহত হন। পরে তাদের নর্দান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ভর্তি করা হয় রহিমকে। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান রিকশাচালক মিলন।
 তিনি আরও জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয় রহিমের। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। বাসটি জব্দ করা হয়েছে। রহিম হাজারীবাগ এলাকায় থাকতেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com