logo
আপডেট : ৮ জুন, ২০২০ ১৬:১৫
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নিজস্ব প্রতিবেদক

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু


করোনার কারণে দীর্ঘ দুই মাস ১২ দিন বন্ধ থাকার পর সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম চালু হয়।
বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার সকাল থেকে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
প্রথম দিন ভুট্টা ও পেঁয়াজসহ বিভিন্ন আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। প্রতিদিন এই বন্দরে ৪০টি ট্রাকে করে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো হবে বলে জানান তিনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com