logo
আপডেট : ৮ জুন, ২০২০ ১৯:৫৭
জার্মানিতে মুসলিমদের ওপর হামলা চেষ্টা, পরিকল্পনাকারী আটক

জার্মানিতে মুসলিমদের ওপর হামলা চেষ্টা, পরিকল্পনাকারী আটক


অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলা থেকে অনুপ্রাণিত হয়ে জার্মানিতে মুসলমানদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন এক যুবক। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই ওই যুবককে আটক করেছে জার্মানি পুলিশ। 
গত শনিবার ওই যুবককে আটকের বিষয়টি সোমবার কয়েকজন জার্মান কৌঁসুলি তা নিশ্চিত করেছেন।
জার্মানির সেল শহরের রাষ্ট্রীয় কৌঁসুলি জানান, ২১ বছর বয়সী ওই যুবক জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হিলজেশাইমের বাসিন্দা। তিনি ইন্টারনেট চ্যাটে হামলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
অনুসন্ধানে জানা গেছে, বিশ্বব্যাপী মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্যই সন্দেহভাজন ওই যুবক অসংখ্য মানুষকে হত্যার পরিকল্পনা করেছিলেন। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই যুবক নিউজিল্যান্ডের মসজিদের হামলা থেকে অনুপ্রাণিত হয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
কৌঁসুলিরা বলেন, মুসলিমদের হত্যার উদ্দেশ্য ছিল তার। এদিকে পুলিশ ওই যুবককে আটকের পর তার বাড়ি থেকে অস্ত্র এবং ডানপন্থী উগ্রমতবাদের ইলেকট্রনিক ফাইল জব্দ করেছে। আটক ওই যুবকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা এবং অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনার জন্য মামলা করা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com