logo
আপডেট : ৯ জুন, ২০২০ ১২:২৪
বায়ো সিকিওর পরিবেশে বলে থুতু ব্যবহারে কোনও ঝুঁকি নেই: শন পোলক

 বায়ো সিকিওর পরিবেশে বলে থুতু ব্যবহারে কোনও ঝুঁকি নেই: শন পোলক



অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের হানায় স্থবির ক্রিকেট বিশ্ব। এমন পরিস্থিতিতে করোনা পরবর্তী সময়ে থুতু বা লালা দিয়ে বল পালিশ করার নিয়মে নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি'র ক্রিকেট কমিটি। তবে করোনার সংক্রমণ মিটলেই ক্রিকেট ফিরবে পুরনো নিয়মে এমনটাও জানিয়েছেন আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে। এদিকে, বায়ো সিকিওর পরিবেশে বলের পালিশ ঠিক রাখতে প্রাক্তন প্রোটিয়া পেসার শন পোলকের মত কিন্তু সেই থুতুতেই।
বায়ো সিকিওর পরিবেশে ক্রিকেট হলে বলে থুতু বা লালা ব্যবহারে স্বাস্থ্য সংক্রান্ত কোনও ঝুঁকি নেই বলেই মনে করেন পোলক। যদিও আইসিসি-র ক্রিকেট কমিটির অন্যতম সদস্য তিনিও। তাঁর বক্তব্য,"বায়ো সিকিওরড পরিবেশ তৈরি করতে পারলেই সমাধানের রাস্তাও বের হবে। সেক্ষেত্রে আলাদা পরিবেশের মধ্যে থাকবে সবাই। পরীক্ষাও হবে সবার। ফলে বলের পালিশ ধরে রাখতে এই ধরণের পরিবেশে থুতু বা লালা ব্যবহার করা যেতেই পারে।"


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com