logo
আপডেট : ৩ এপ্রিল, ২০১৮ ২০:৫০
বেসিসের সভাপতি হলেন সৈয়দ আলমাস কবীর
প্রথম বাংলাদেশ ডেস্ক

বেসিসের সভাপতি হলেন সৈয়দ আলমাস কবীর

বেসিসের সভাপতি নির্বাচিত হয়েছেন মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবীর। সোমবার বিকেলে বেসিস কার্যালয়ে অনুষ্ঠিত নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যদের পদবণ্টন অনুষ্ঠানে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন। বেসিসের বর্তমান সভাপতি হিসেবে তিনিই দায়িত্ব পালন করছিলেন।

পাশাপাশি, দুই বছর মেয়াদি (২০১৮-২০) বেসিস কার্যনির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা এ রহমান।

সহ-সভাপতি (প্রশাসন) নির্বাচিত হয়েছেন বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক শোয়েব আহমেদ মাসুদ এবং সহ-সভাপতি (অর্থ) নির্বাচিত হয়েছেন স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান।

পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জানালা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক ¯পন্দন, শুটিং স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম, দোহাটেক নিউ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম এবং আজকের ডিল ডটকম লিমিটেডের পরিচালক এ কে এম ফাহিম মাসরুর।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ২০১৮-২০ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বেসিসের সদস্যদের ভোটে কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছিল। তাতে পরিষদের নয়টি পদের মধ্যে ছয়টিতে জয় পায় আলমাস কবীর নেতৃত্বাধীন প্যানেল।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com