logo
আপডেট : ৯ জুন, ২০২০ ১৪:৫০
চীনের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই লাদাখে সড়ক নির্মাণ করছে ভারত

চীনের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই লাদাখে সড়ক নির্মাণ করছে ভারত


অনলাইন ডেস্ক
চীনের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই দেশটির সীমান্ত বরাবর দুটি সড়ক নির্মাণের কাজ শুরু করেছে ভারত। আজ মঙ্গলবার ভারতীয় সংবামাধ্যম এই সময়ে সড়ক নির্মাণ সংক্রান্ত খবরটি প্রকাশিত হয়েছে। ভারত পূর্ব লাদাখে চীনের সীমান্তের কাছে তৈরি করা হচ্ছে রাস্তা দুটি।
দুটি প্রকল্পেরই কাজের দায়িত্বে রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন। তারা প্রায় ১১,৮১৫ জন শ্রমিককে লাদাখে চীনের সীমান্তে, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে নিয়ে গিয়েছে প্রকল্প বাস্তবায়নে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জরুরি ভিত্তিতে দক্ষিণ কাশ্মীরে এয়ারস্ট্রিপ তৈরি করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর চলছে হাইওয়ে তৈরির কাজ। দক্ষিণ কাশ্মীরের বিজবেহারার কাছে শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগ স্থাপনকারী যে নতুন জাতীয় সড়ক তৈরি হয়েছে, তারই গা ঘেঁষে এয়ারস্ট্রিপের কাজ শুরু হয়েছে। এয়ার স্ট্রিপটি লম্বায় প্রায় সাড়ে তিন কিমি হবে এবং আপত্‍কালীন অবতরণের জন্যেই এটি ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com