logo
আপডেট : ৯ জুন, ২০২০ ১৬:২৭
করোনা: এখনও শতভাগ সুস্থ হননি দিবালা

করোনা: এখনও শতভাগ সুস্থ হননি দিবালা


অনলাইন ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাস এখনও শতভাগ সুস্থ হতে পারেননি পাওলো দিবালা। এমনটি তিনি নিজেই জানিয়েছেন। সেইসঙ্গে ইতালিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর ‘সিরিআ’ মাঠে ফেরার খবরে রোমাঞ্চিত জুভেন্টাস ফরোয়ার্ড।
এর আগে গত মার্চেই আর্জেন্টাইন তারকা দিবালা নিশ্চিত করেছিলেন বান্ধবী ওরিয়ানা সাবাতিনির সঙ্গে তিনি করোনায় পজিটিভ হয়েছিলেন। একই সময় এই মহামারির কারণে ইতালির ফুটবল স্থগিত হয়েছিল।
পরবর্তীতে এক মাস হোম আইসোলেশনে থাকার পর জুভেন্টাস কর্তৃপক্ষ জানায়, ৬ মে করোনা পরীক্ষায় নেগেটিভ হন তিনি। তবে সেই অসুস্থতার কারণে এখনও দিবালা শতভাগ ফিট নন।
দিবালা বলেন, ‘আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলাম, তবে এখন আমি ভালো অনুভব করছি। যদিও আমি এখনও শতভাগ সুস্থ না। তবে আমি ভালো আছি। আমরা ফের অনুশীলন শুরু করেছি ও ফুটবল ফিরছে। সুতরাং আমরা যেটা ভালোবাসি দ্রুতই সেখানে আমরা ফিরবো।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com