logo
আপডেট : ৯ জুন, ২০২০ ১৭:০০
রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশ বাধ্য নয়
নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশ বাধ্য নয়


রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশ বাধ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক না এবং তাদের গ্রহণ করার বিষয়ে আমাদের কোনও দায়বদ্ধতা নেই।
মঙ্গলবার ক্লাইমেট ভার্নাবেল গ্রুপের (সিভিএফ) বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া উপলক্ষে এক ভিডিও প্রেস কনফারেন্সের তিনি একথা বলেন।
এসময় মালয়েশিয়ায় আটকেপড়া রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য সেদেশের একজন মন্ত্রী বাংলাদেশকে অনুরোধ করেছে; এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী উত্তেজিত হয়ে বলেন, যারা আমাদের ফরমায়েশ করে তারা এদের নিয়ে যাক। এখানে যারা আছে তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো ভালো জীবন দেওয়ার চেষ্টা করছি। এর বেশি কিছু করার সাধ্য আমাদের নেই।
কুয়েতে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে আটকের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন, আমরা এখনও সরকারিভাবে কোনো তথ্য পাইনি। তথ্য পেলে জানাবো।
ভিডিও প্রেস কনফারেন্সে আরো বক্তব্য রাখেন- মার্শাল আইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কাস্টেন এন নেমরা, ইথিয়ওপিয়ার বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক কমিশনার ড. ফেকাদু বেয়েনে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com