করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো চালু হতে যাচ্ছে ঢাকা থেকে যুক্তরাজ্য ও কাতারের ফ্লাইট। এক সপ্তাহেই আসছে আনুষ্ঠানিক ঘোষণা। এ পরিস্থিতিতে এবার হংকং রুটে ফ্লাইট চালুর চেষ্টা করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সূত্র মতে, বিষয়টি নিয়ে ইতিমধ্যে হংকংয়ের সিভিল অ্যাভিয়েশনের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে বেবিচক। কয়েকদিনের মধ্যেই এ রুটে জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা হংকং সিভিল অ্যাভিয়েশনের সঙ্গে আলোচনা করে যাচ্ছি। এ রুটটি চালুর চেষ্টা করছি আমরা। এছাড়াও আমরা দেখছি আর কোন কোন দেশে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা নেই, সেসব দেশেও ফ্লাইট চালানোর চিন্তাভাবনা চলছে।
প্রসঙ্গত, চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত চার মাসে বিশ্বের ২১৫টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে। এরই মধ্যে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ১০ হাজার ২০০ জন। মারা গেছেন চার লাখ ৮ হাজারেরও বেশি মানুষ। তবে ৩৫ লাখ ৫০ হাজারেরও বেশি রোগী ইতিমধ্যে সুস্থ হয়েছেন।
করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলে এ রোগ কিছুদিন পর এমনিতেই সেরে যেতে পারে। তবে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র বা ফুসফুসের পুরোনো রোগীদের ক্ষেত্রে ডেকে আনতে পারে মৃত্যু।