logo
আপডেট : ৯ জুন, ২০২০ ১৯:৫১
বালু উত্তোলনের মহোৎসবে ভাঙছে পাকা রাস্তা
নিজস্ব প্রতিবেদক

বালু উত্তোলনের মহোৎসবে ভাঙছে পাকা রাস্তা


দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদীর বালু উত্তোলনের মহোৎসবের কারনে বালু বহনকারী ৬ চাকার ট্রাক দিয়ে ভাঙছে পিচের রাস্তা। আর এর সঙ্গে জড়িত একাধিক জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতা ও স্থানীয় প্রভাবশালীর।
এই পাকা রাস্তা বাচাঁতে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগপত্র দাখিল করেছে ওই এলাকার স্থানীয় গ্রামবাসী।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, বালুমহালের ইজারাদারের সঙ্গে সাইতাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্যে নুর ইসলামের যোগসাজস থাকায় এই এলাকার পাকা রাস্তা দিয়ে তার নের্তৃত্বে চলছে বালু বহনকারী ১০ চাকার ট্রাক।
আর বালু উত্তোলনের ফলে পিচের আঞ্চলিক সড়কটিকে বাচাঁতে দফায় দফায় গ্রামবাসী বিক্ষোভ করলেও কোন ভাবেই বন্ধ হচ্ছে না ১০ চাকার ট্রাক দিয়ে বালু উত্তোলন।
খোঁজ নিয়ে জানা যায়, চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের আইয়ুব সরির মোড় হতে চড়কডাঙ্গা বাজারের ২ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে কুশলপুর বালুমহাল দিনাজপুর সদরের রনজিৎ কুমার দাস নামে এক ব্যাক্তি ইজারা নিয়েছে।
কিন্তু সরেজমিনে গিয়ে জানাগেছে ইউপি সদস্য নুর ইসলামসহ, রাজনীতিক নেতাসহ এই বালু মহালের শেয়ার ৮ জন। তবে শেয়ারে কারা আছে তাদের কি নাম কোন তথ্যই পাওয়া যায়নি।
এলাকাবাসী বলছেন, এই বালুর ঘাট যেমনি হোক,এই ঘাটের ঘাটাইল মালিক অনেক বড়। এর আগে কিছুদিন আগে দশ চাকার ট্রাক দিয়ে পিচের রাস্তার উপর দিয়ে বালু বহন প্রশাসন বন্ধ করে দিলেও অজ্ঞাত কারনে সেই গাড়ি গুলো অবাধে আবারো চলাচল করছে। ফলে ওই এলাকার ২ কিলোমিটার পিচের রাস্তা ভেঙে মাটির সাথে লেপটে যাচ্ছে। আর এভাবে গ্রামের ভিতর দিয়ে ১০ চাকার গাড়ি চলাচলের কারনে ছোট পাকা কাঁচা রাস্তার ছোট বাজারে বাড়ছে যানযট। বেড়েছে সড়ক দুঘর্টনা। বাধা দিতে গিয়ে প্রতিনিয়ত তাদের হুমকির শিকার হচ্ছে নিরীহ গ্রামবাসী।
এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা জানান, ১০ চাকার গাড়ি চলাচলের কারনে পাকা রাস্তা ভেঙে যাচ্ছে এ রকম অভিযোগ পেয়েছি শ্রীঘই ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com