logo
আপডেট : ৯ জুন, ২০২০ ২০:০৫
ট্রেনে কাটা পড়ে নারী নিহত, পা বিচ্ছিন্ন শিশুর
নিজস্ব প্রতিবেদক

ট্রেনে কাটা পড়ে নারী নিহত, পা বিচ্ছিন্ন শিশুর


মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেল স্টেশনের পাশ রেল লাইনে কাটা পরে একজন নারী নিহত হয়েছেন। এই ঘটনায় মারা যাওয়া ওই নারীর সঙ্গে থাকা তিন বছরের দেবু দাশ নামে এক শিশুর আ বিচ্ছিন্ন হয়ে গেছে।
নিহত নারীর নাম উজ্জ্বলা রানী দাশ (৩০)। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বড়গাঁও গ্রামের রাজ চন্দ্র দাশের মেয়ে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রেল লাইন পার হতে গিয়ে ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন।

দুর্ঘটনায় নিহত নারীর শরীরের নিচের অংশ কেটে যায় এবং সাথে থাকা বাচ্চাটির একটি পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত শিশুটিকে তাৎক্ষনিকভাবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারীর লাশ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনেই রয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, পাহাড়িকা ট্রেনে কাটা পরে নিহত উজ্জ্বলা রানী দাশ নিহতের ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে এবং ঘটনায় রাজনগর থানার মাধ্যমে নিহত নারীর পরিবারের লোকজনকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে বলে জানান ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com