এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক শ্রমিক রাজন দাসকে কর্মচ্যুত করা হয়েছে। জানা গেছে, অস্থায়ীভাবে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত অদক্ষ মশক শ্রমিক রাজন দাস ইচ্ছাকৃতভাবে লার্ভিসাইডিং-এর জন্য ব্যবহৃত কীটনাশক ড্রেনে ফেলে দেয়ায় তাকে কর্মচ্যুত করা হয়।
একই সাথে, মশক নিধন কার্যক্রম সুপারভাইজের দায়িত্ব পালনে অবহেলার জন্য অঞ্চল-২ এর সুপারভাইজার মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
ডিএসসিসি’র কর্মচারী চাকরি বিধিমালা/২০১৯ এর ৪৯ উপ-বিধি মোতাবেক মনিরুজ্জামানকে দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের জন্য কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় এবং তাকে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে সিটি করপোরেশনের সচিব বরাবর কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়।
এর আগে গত ১৬ মে ডিএসসিসি’র মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিনই ডিএসসিসি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারকে চাকরিচ্যুত করেন দুর্নীতির অভিযোগে। এর রেশ কাটতে না কাটতেই আবার ২০ মে ডিএসসিসি’র রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩ এর কর্মকর্তা নগর পরিকল্পনা বিভাগে কর্মরত মো. আতাহার আলী খানকে চাকরিচ্যুত করেন একই অভিযোগে।