logo
আপডেট : ৯ জুন, ২০২০ ২০:২৮
এবার চাকরি গেল ডিএসসিসি’র মশক শ্রমিকের
নিজস্ব প্রতিবেদক

এবার চাকরি গেল ডিএসসিসি’র মশক শ্রমিকের


এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক শ্রমিক রাজন দাসকে কর্মচ্যুত করা হয়েছে। জানা গেছে, অস্থায়ীভাবে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত অদক্ষ মশক শ্রমিক রাজন দাস ইচ্ছাকৃতভাবে লার্ভিসাইডিং-এর জন্য ব্যবহৃত কীটনাশক ড্রেনে ফেলে দেয়ায় তাকে কর্মচ্যুত করা হয়।
একই সাথে, মশক নিধন কার্যক্রম সুপারভাইজের দায়িত্ব পালনে অবহেলার জন্য অঞ্চল-২ এর সুপারভাইজার মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
ডিএসসিসি’র কর্মচারী চাকরি বিধিমালা/২০১৯ এর ৪৯ উপ-বিধি মোতাবেক মনিরুজ্জামানকে দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের জন্য কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় এবং তাকে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে সিটি করপোরেশনের সচিব বরাবর কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়।
এর আগে গত ১৬ মে ডিএসসিসি’র মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিনই ডিএসসিসি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারকে চাকরিচ্যুত করেন দুর্নীতির অভিযোগে। এর রেশ কাটতে না কাটতেই আবার ২০ মে ডিএসসিসি’র রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩ এর কর্মকর্তা নগর পরিকল্পনা বিভাগে কর্মরত মো. আতাহার আলী খানকে চাকরিচ্যুত করেন একই অভিযোগে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com