logo
আপডেট : ১০ জুন, ২০২০ ১২:১৭
কঠোর লকডাউনে পূর্ব রাজাবাজার
নিজস্ব প্রতিবেদক

কঠোর লকডাউনে পূর্ব রাজাবাজার


করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজধানীর প্রথম ‘রেড জোন’ পূর্ব রাজাবাজারে কঠোরভাবে কার্যকর করা হয়েছে লকডাউন। শুধু চিকিৎসা ও ওষুধসহ জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই বের হতে দেয়া হচ্ছে না।
তবে বিপাকে পড়েছেন চাকরিজীবীরা। বুধবার সকালে অফিসের উদ্দেশ্যে বের হতে চাইলে ফিরিয়ে দেয়া হয়েছে তাদের। প্রাথমিকভাবে ১৪ দিনের জন্য এই লকডাউন চলবে। কঠোর লকডাউন বাস্তবায়নে সেনা টহলও চলছে ওই এলাকায়। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে, নিষিদ্ধ সর্বসাধারণের চলাচলও। ওষুধ ও জরুরি খাদ্য ছাড়া সব ধরনের দোকান বন্ধ।
জরুরি সেবার সাথে জড়িতরাই কেবল পাচ্ছেন পূর্ব রাজাবাজার থেকে বের হওয়ার অনুমতি। আগের ঘোষণা অনুযায়ী, গেল মধ্যরাতেই পূর্ব রাজাবাজারের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়।
স্থানীয়রা জানান, বর্তমানে অন্তত ৩১ করোনা রোগী রয়েছেন পূর্ব রাজাবাজার এলাকায়। পরীক্ষামূলক হলেও ‘রেড জোন’ ঘোষণা ও লকডাউন পদ্ধতির কার্যকর বাস্তবায়ন হয়তো আশার আলো দেখাবে রাজধানীর অন্য এলাকা গুলোকেও।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com