logo
আপডেট : ১০ জুন, ২০২০ ২১:৩৬
মসজিদে নববী আধুনিকায়নের নির্দেশ দিলেন সৌদি বাদশাহ

মসজিদে নববী আধুনিকায়নের নির্দেশ দিলেন সৌদি বাদশাহ


অনলাইন ডেস্ক
মদিনায় অবস্থিত মসজিদে নববীর উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদে নববীর সাউন্ড সিস্টেম, বিদ্যুৎ, অন্যান্য যন্ত্রপাতি সংক্রান্ত উন্নয়ন এবং পরিচালনা ও প্রযুক্তিগত আধুনিকীকরণের জন্য প্রকল্প চালু করার আদেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ।
মদিনার আমির টুইটারে এক পোস্টে জানিয়েছেন, শিগগিরই দক্ষ ব্যক্তিদের তত্ত্বাবধানে অত্যন্ত আধুনিকমানের সামগ্রী ব্যবহার করে মসজিদে নববীর উন্নয়ন কার্যক্রম করা হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com