logo
আপডেট : ১১ জুন, ২০২০ ১৪:০৭
বিচারপতিদের জন্য ৫ কর্মকর্তার দায়িত্ব ২৪ ঘণ্টা

বিচারপতিদের জন্য ৫ কর্মকর্তার দায়িত্ব ২৪ ঘণ্টা


অনলাইন ডেস্ক
সুপ্রিম কোর্টের বিচারপতিদের করোনাভাইরাস জনিত চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচ কর্মকর্তাকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তারা সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) এ দায়িত্ব পালন করবেন।
বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী নিম্নবর্ণিত কর্মকর্তাগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিগণের কোভিড-১৯ জনিত চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) দায়িত্ব পালন করবেন।
ওই পাঁচ কর্মকর্তা হলেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মাদ ওসমান হায়দার এবং স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাননীয় বিচারপতিদের সঙ্গে যোগাযোগের নিমিত্তে বর্ণিত কর্মকর্তাগণের মুঠোফোন সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) সচল রাখার জন্য অনুরোধ করা হলো।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com