logo
আপডেট : ১১ জুন, ২০২০ ১৫:৫৬
অসুস্থ বাবাকে নিয়ে রাস্তায় ঘুরেছেন ক্রিকেটার বিপ্লব
নিজস্ব প্রতিবেদক

অসুস্থ বাবাকে নিয়ে রাস্তায় ঘুরেছেন ক্রিকেটার বিপ্লব


বাংলাদেশ দলের তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলামের বাবা আবদুল কুদ্দুস শ্বাসকষ্টে ভুগছিলেন। গত দুদিন ধরে শারীরিক অবস্থা অবনতি হওয়া শুরু করে। ফলে আমিনুলের পরিবার চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল দৌড়াদৌড়ি শুরু করেন। কিন্তু পাঁচটি হাসপাতাল ঘুরে বাবার চিকিৎসা পাচ্ছিলেন না জাতীয় দলের ক্রিকেটার।
|করোনা আতঙ্কে কোনো হাসপাতাল তার বাবাকে ভর্তি নিচ্ছিল না। অবশেষে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও বিসিবির পরিচালনা বিভাগের ম‌্যানেজার সাব্বির খানের সহযোগিতায় আমিনুলের বাবাকে মিরপুরের হার্ট ফাউন্ডেশনে ভর্তি করানো হয়।
গত মার্চে জাতীয় দলের যে ২৭ ক্রিকেটার এক মাসের বেতনের অর্ধেক দিয়ে ২৭ লাখ টাকার তহবিল গঠন করেছিলেন, আমিনুল ইসলাম বিপ্লব তাদের একজন। করোনার সময় অন্য মানুষের পাশে দাঁড়ানো ২০ বছর বয়সী এই লেগ স্পিনার নিজে বিপদে পড়ে বুঝলেন বাস্তবতা কতটা কঠিন।
বর্তমানে হাসপাতালে ভর্তি আমিনুলের বাবা, তবুও তার কপালে চিন্তার ভাঁজ। আমিনুল জানান,‘হার্টের সমস্যার কারণে বাবার শ্বাসকষ্ট। গতকাল (পরশু) থেকে অনেক চেষ্টা করছিলাম হাসপাতালে ভর্তি করতে। কিছুতেই পারছিলাম না। কোথাও নিতে চায় না। পরে তামিম ভাইয়ের সহযোগিতায় হার্ট ফাউন্ডেশনে ভর্তি করিয়েছি। মাত্রই ভর্তি করিয়েছি, বুঝতে পারছি না বাবার শারীরিক অবস্থা এখন কেমন।’
আজ সকালে আমিনুল জানিয়েছেন, তার বাবার শারীরিক অবস্থা আগের মতোই আছে। সকালে বাবার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল জানার পর পরবর্তী চিকিৎসা শুরু করবেন চিকিৎসকেরা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com