আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ পিপলস পার্টি’ (বিপিপি)। শুক্রবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দল হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দেয় বিপিপি।
দলটিতে ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে দলের চেয়ারম্যান ‘বাবুল সরদার চাখারী’।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নর জবাবে দলের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ পিপল পার্টি (বিপিপি) কোনো দলের সঙ্গে যুক্ত হবে কিনা তা এখনই বলতে চাই না। তবে, একটা চমকের মাধ্যমে তা জানানো হবে।
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শওকত হোসেন নিলু মারা যাবার পর বাবুল সরদার চাখেরী দলটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন। নতুন করে আবার কেন দল গঠন করা হলো জানতে চাইলে তিনি বলেন, নিলু মারা যাবার পর দলটি আদর্শচ্যুত হয়। এ কারণে আমি সরে এসে নতুন এ দল গঠন করেছি।
নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন থেকে সার্কুলার দিলেই আবেদন করবেন বলেও জানান বাবুল সরদার চাখারী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের মহাসচিব এহসানুল হক সেলিমসহ অন্যান্যরা।