গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২৪ জনে।
বৃহস্পতিবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে কাশিয়ানী উপজেলায় ৭ জন, টুঙ্গিপাড়ায় উপজেলায় ৪জন, মুকসুদপুর উপজেলায় ৩ জন ও সদর উপজেলায় একজন রয়েছে। তাদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরো জানান, মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় দুইজন ও মুকসুদপুর উপজেলায় একজন মারা মারা গেছেন। বাকীদের মধ্যে ১৩৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১৮৪ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে জেলায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৩০৯ জন আক্রান্ত হন। এর মধ্যে কাশিয়ানী উপজেলায় ৮৮ জন, মুকসুদপুর উপজেলায় ৭৩ জন, কোটালীপাড়া উপজেলায় ৫৪, গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৯ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৪৫ জন রয়েছেন।