logo
আপডেট : ২৭ জুলাই, ২০১৮ ১৭:০৬
তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যানকে তুলে নেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যানকে তুলে নেয়ার অভিযোগ

কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারকে তুলে নেয়ার অভিযোগ করেছে পরিবার। রাজধানীর লালমাটিয়ায় জুমা নামাজ শেষে বাসায় ফেরার সময় কে বা কারা তাকে তুলে নিয়ে যায়।

পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ পাবার পর বিষয়টির তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা পুলিশ।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জাগো নিউজকে বলেন, কে বা কারা কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারকে তুলে নিয়ে গেছে। পরিবারের অভিযোগ লালমাটিয়ার সি ব্লকে জুমা নামাজের পর বের হওয়ার সময় পাজেরো গাড়িতে তাকে তুলে নেয়া হয়। ঠিক কারা তুলে নিয়েছে তা স্পষ্ট ন,য় আমরা বিষয়টি দেখছি।

শোভন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি জুমার নামাজ পড়ে সবেমাত্র বের হন। তার সঙ্গে কয়েকজন ব্যক্তিও ছিল। কিন্তু তিনি কিছুটা এগিয়ে যান। এ সময় সি ব্লকের রাস্তায় হঠাৎ একটি পাজেরো গাড়ি আসে। তাতে থাকা কয়েকজন যুবক তাকে(পারভেজকে) জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ দৃশ্য দেশে উপস্থিত মুসল্লিরা হতভম্ব হয়ে যান। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানায়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com