প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
এছাড়াও অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন মোজাফফর আহমদের জন্য এ পর্যন্ত যে অর্থ খরচ হয়েছে তাও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিশোধ করা হয়। খবর বাসসের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবু নাছের জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার বিকালে অসুস্থ মোজাফফর আহমদকে দেখতে অ্যাপোলো হাসপাতালে যান। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোজাফফর আহমদের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন বলে জানান।
ওবায়দুল কাদের বলেন, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ এই প্রবীণ নেতার চিকিৎসার খোঁজ-খবর নিতে এসেছেন।
মোজাফফর আহমদ দীর্ঘদিন ধরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। তার বয়স হয়েছে ৯৭ বছর।