ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ এক বিরল দৃষ্টান্ত। ইসলামের ইতিহাসে কোনো সরকার প্রধান একসঙ্গে এতগুলো মসজিদ নির্মাণের উদ্যোগ নেননি। ইসলামের প্রতি গভীর ভালবাসা ও নিজে ধর্মপ্রাণ হওয়ায় প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন।
শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে প্রতিষ্ঠানটির বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন।
ধর্মসচিব বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ কাম ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র নির্মাণের জন্য জমি নির্বাচনের কাজ প্রায় শেষপর্যায়ে। গত ৫ এপ্রিল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম পর্যায়ে ৯টি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এগুলোর দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে। আগামী ডিসেম্বর নাগাদ আরও প্রায় ৩০০টি মসজিদের নির্মাণের কাজ শুরু হতে পারে।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেন, যা ইসলামের সাড়ে চৌদ্দশত বছরের ইতিহাসে আর ঘটেনি।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর সারাদেশে একযোগে এক হাজার ১০টি দারুল আরকাম মাদরাসা প্রতিষ্ঠা করেছেন, যা সমকালীন বিশ্বে এক বিরল ঘটনা।
তিনি আরও বলেন, কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে দারুল আরকাম মাদরাসায় এক হাজার ১০ জন কওমি আলেমকে নিয়োগ দেয়া হয়েছে। আরও এক হাজার ১০ জন কওমি আলেমের নিয়োগ প্রক্রিয়াধীন।
সভায় ৫৬০ মডেল মসজিদের প্রকল্প পরিচাল মু. আবদুল হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের পরিচালক, উপ-পরিচালক ও সহকারী পরিচালকসহ শতাধিক কর্মকর্তা অংশ নেন।