রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তাদের সিংহভাগই আওয়ামী লীগ ‘ঘরানার’ বলে দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। বলেছেন, এই কর্মকর্তারা আগের রাতেই নৌকায় ভোট দিয়ে বাক্সে ভরে রাখবেন।
শুক্রবার নগরীর লক্ষ্মীপুর এলাকায় গণসংযোগে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন বিএনপি প্রার্থী। বুলবুল বলেন, ‘বেছে বেছে ৯০ পার্সেন্ট আওয়ামী লীগ ঘরানার লোকদের পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার রাখা হয়েছে। আমরা নিরপেক্ষ লোক দিয়ে ভোটগ্রহণের দাবি জানাই।’
আগামী সোমবারের ভোটকে সামনে রেখে ভোটারদের কাছে যেতে আর ২৪ ঘণ্টার কিছু বেশি সময় পাবেন প্রার্থীরা। শনিবার মধ্যরাত থেকে বন্ধ করে দিতে হবে প্রচার। আর তার আগের দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এদিন ভোটারদের কাছে যাওয়ার সুযোগ ছিল বেশি। আর সেটিই কাজে লাগিয়েছেন প্রার্থীরা।
ভোটের প্রচারের পাশাপাশি কারচুপির আশঙ্কার কথাও বলে যাচ্ছেন বুলবুল। বলেন, ‘সন্ত্রাসী কর্মকা- তারা (আওয়ামী লীগ) করবেই। তারা চেষ্টা করছে ভোটের আগের দিন প্রিজাইডিং অফিসারদের দিয়ে ভোট কেটে বিভিন্ন জায়গায় সেটা লুকিয়ে রাখা হবে, হেডমাস্টারের রুমে বা অ্যাসিট্যান্ট হেডমাস্টারের রুমে, আমি বলব, এসব জায়গায় সার্চলাইট দেওয়া হোক।’
‘আওয়ামী লীগের পোস্টার সন্ত্রাস থেকে আরম্ভ করে এখন পর্যন্ত, যে সন্ত্রাসগুলো করেছে, সমস্ত কিছু আমরা আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে বলেছি জনগণের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি।’
‘নির্বাচন কমিশন এখন গৃহপালিত পশুর মতো, জন্তুর মতো আচরণ করছে। এখানে সরকারের যে ভূমিকা বা নির্বাচন কমিশনের যে ভূমিকা রাখা উচিত ছিল, অন্যান্য দেশে যেটা হয়, সে ভূমিকা এখানে নাই। আমরা গতকাল বলেছি, সেন্টারকে নিরাপদ রাখার জন্য, আমি চাই আজকেই সেনাবাহিনী নিয়োগ করা হোক।’
নির্বাচনের দিন কোনো সন্ত্রাসী কার্যক্রম হলে রুখে দেওয়ারও হুঁশিয়ারি দেন বিএনপি নেতা। বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, রাজশাহীর মানুষ চায় ধানের শীষ। রাজশাহীর মানুষ চায় দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি। এই নির্বাচন গণতন্ত্রের মুক্তির নির্বাচন। তাই সুষ্ঠু নির্বাচনে বাধা হয়ে দাঁড়ালে জনগণকে সাথে নিয়েই প্রতিহত করা হবে।’
পরে বুলবুল নগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার, ঝাউতলা, লক্ষ্মীপুর মোড় ও কাজিহাটাসহ বিভিন্ন পাড়া-মহল্লায় বৃষ্টি উপেক্ষা করে নির্বাচনি প্রচার চালান। তার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু উপস্থিত ছিলেন।