logo
আপডেট : ১৪ জুন, ২০২০ ১৩:২৫
দেড় বছর ধরে আমি পাসপোর্ট পাচ্ছি না: নুর

দেড় বছর ধরে আমি পাসপোর্ট পাচ্ছি না: নুর


অনলাইন ডেস্ক
দেড় বছর ধরে পাসপোর্ট পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক অনুষ্ঠানে ইন্টারনেটে যুক্ত হয়ে তিনি বলেন, দেড় বছর ধরে আমি আমার পাসপোর্ট পাচ্ছি না। দেশে কোনো বিচার নেই। মানুষ কী করে বিচার পাবে? প্রধান বিচারপতি নিজেই যেখানে অবিচারের শিকার হচ্ছেন।
নুর আরও বলেন, দেশে শুধু স্বাস্থ্য খাতে সমস্যা নয়, সমস্যা সব জায়গায়। তেলবাজ, চাটুকারদের গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর কারণে কোনো কাজ হচ্ছে না।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় যুক্ত হন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এলডিপি'র প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com