logo
আপডেট : ১৪ জুন, ২০২০ ১৩:৩৩
করোনার মধ্যেই চীনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০, আহত ১১৭

করোনার মধ্যেই চীনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০, আহত ১১৭


অনলাইন ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসে থাবায় যখন দিশেহারা, তখন চীনে ঘটল ভয়াবহ বিস্ফোরণর ঘটনা।  এত অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১১৭ জন।
একটি তেলের ট্যাংকার বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটেছে। শনিবার চীনের একটি হাইওয়ের উপর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিসস্ফোরণের তীব্রতায় কাছে থাকা বাড়ি ও কারখানা ভেঙে গেছে। চারপাশে কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্ফোরণের পর। একাধিক গাড়িতে আগুন ধরে যায় ওই বিস্ফোরণের জেরে।
চীনের ঝেজিয়াং-এর ইস্টার্ন প্রভিন্সের কাছে এই ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া ফুটেজে দেখা গেছে, চারপাশ ধোঁয়ায় ঢাকা। আগুনের গোলা আকাশে উড়তে দেখা যাচ্ছে। সেগুলো গিয়ে পড়ছে আশেপাশে থাকা বাড়িঘরের ওপর। সূত্র: আনাদোলু এজেন্সি, সিজিটিএন, নিউ ইয়র্ক টাইমস


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com