logo
আপডেট : ১৪ জুন, ২০২০ ১৪:২৬
ফের পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা সদস্য নিহত

ফের পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা সদস্য নিহত


অনলাইন ডেস্ক
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারত ও পাকিস্তানের প্রকৃত সীমান্ত রেখায় ব্যাপক গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে।  আহত হয়েছে আরও তিনজন।
সূত্রের খবর, শনিবার রাতে শাহপুর-কেরনি অঞ্চলে গুলি চালায় পাকিস্তানি সেনা। তীব্র গোলাবর্ষণও করে। এতে হন ৪ ভারতীয় গুরুতর জখম হয়।  দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় একজনের। 
পুঞ্চ জেলার সিনিয়র সুপারইন্টেন্ডেন্ট অব পুলিশ রমেশ কুমার অঙ্গরাল জানিয়েছেন এই ঘটনায় ২৯ বছরের সেনা সদস্য লাঙ্গাবুই আবোনম্লি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন লিয়েনখোথিন সেঙ্ঘন ও তাংসোয়িক কোয়ানিউঙ্গার-সহ তিনজন। আহতদের উধমপুর কমান্ড হাসপাতালে চিকিৎসা চলছে। এ নিয়ে চলতি মাসে তিনবার পুঞ্চ ও রাজৌরি সীমান্তে গুলি চালাল পাকিস্তান।
১০ জুন নায়ক গুরচরণ সিং রাজৌরিতে পাকিস্তানের গুলিতে প্রাণ হারিয়ে ছিলেন। ৪ জুন সুন্দরবানি অঞ্চলে একই ঘটনা ঘটেছিল। শুক্রবারও উরিতে পাকিস্তানি গোলাবর্ষণের জেরে প্রাণ হারিয়েছেন স্থানীয় এক নারী। আহত হন আরও ২ জন। সূত্র: জিনিউজ


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com