logo
আপডেট : ১৪ জুন, ২০২০ ১৫:০২
‘সবকিছু ঠিক থাকলে মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছে কেন?’
অনলাইন ডেস্ক

‘সবকিছু ঠিক থাকলে মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছে কেন?’


সারাদেশে মনিটরিং ঠিক থাকলে করোনা উপসর্গ নিয়ে রোগীদের হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরতে হচ্ছে কেন? এমন প্রশ্ন করেছেন হাইকোর্ট। সকালে এক রিটের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ এই প্রশ্ন তোলেন।
এ সময় আদালত সারাদেশে আইসিইউ কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের বিষয়ে আগামী রোববার আদেশের দিন পুনঃধার্য করেন।
এর আগে গত সোমবার সারাদেশে আইসিইউ বেডের সংখ্যা কত, সেগুলো কিভাবে বন্টন হয় সে বিষয়েও জানতে চেয়েছিলেন আদালত। এছাড়া হাসপাতালের বেড মনিটরিংয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে সেটিও বুধবার রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছিল।
গত রোববার এক চিকিৎসকের পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী ইয়াদিয়া জামান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com