logo
আপডেট : ২৭ জুলাই, ২০১৮ ২০:৩৫
অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চের ছাদে উঠবেন না : শাজাহান
নিজস্ব প্রতিবেদক

অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চের ছাদে উঠবেন না : শাজাহান

ঈদে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চের ছাদে না উঠার আহ্বান জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার (২৭ জুলাই) বিআইডব্লিউটিএ ভবনে ঈদুল আযহা উপলক্ষে নৌযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত সভায় তিনি এ আহ্বান জানান।

নৌমন্ত্রী বলেন, ঝুঁকি নিয়ে লঞ্চ চালাবেন না। আবহাওয়া বার্তা মেনে দক্ষ চালক দিয়ে নৌযান চালাবেন।

ঈদে সদরঘাটে শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের নিরাপত্তা বিধানে ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসারসহ কমিউনিটি পুলিশের ব্যবস্থা এবং সদরঘাট থেকে বাহাদুরশাহ পার্ক পর্যন্ত রাস্তা হকারমুক্ত রাখা হবে বলে জানান তিনি।

সভায় জানানো হয়, ঘাট ইজারাদার কর্তৃক যাত্রী হয়রানি বন্ধে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআইডব্লিউটিএ কার্যকর ব্যবস্থা নিবে। লঞ্চে যাত্রী ওঠার সময় থেকে লঞ্চের চালক, মাস্টার ও অন্যান্য কর্মচারীদের অবস্থান নিশ্চিত করতে হবে। লঞ্চের অনুমোদিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় এবং নদীর মাঝপথে নৌকাযোগে যাত্রী উঠালে সংশ্লিষ্ট লঞ্চ মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ ছাড়া ঈদের সময় রাতে সব ধরনের মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখার পাশিাপাশি নৌপথে ডাকাতি, চাঁদাবাজি, শ্রমিক, যাত্রীদের হয়রানি ও ভীতিমূলক অবস্থা প্রতিরোধে রাতে পুলিশের টহলের ব্যবস্থা করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

ঈদের আগে ও পরের তিনদিন নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরি চলাচল বন্ধ রাখা হবেও বলেও সিদ্ধান্ত হয়।

সভায় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মফিজুল হক, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, ডিআইজি নৌ পুলিশ মো. মারুফ, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com