logo
আপডেট : ১৪ জুন, ২০২০ ১৮:৪০
নাটোরে করোনাজয়ী তিনজনকে ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক

নাটোরে করোনাজয়ী তিনজনকে ফুলেল শুভেচ্ছা


নাটোরের বাগাতিপাড়ায় তিনজন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। এই উপজেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছিলেন ৮ জন। করোনা জয়ী এই তিন জনকে ফুলেল শভেচ্ছায় অভিষিক্ত করেছেন উপজেলা প্রশাসন।
রোববার তাদের আনুষ্ঠানিকভাবে করোনামুক্ত ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইউএনও প্রিয়াংকা দেবী পাল তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের হাতে করোনামুক্ত সনদ তুলে দেন।
সেসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুজ্জামান প্রমুখ। করোনাজয়ীরা হলেন, মিল্টন, রিপন খান এবং এমদাদুল হক।
করোনাজয়ীদের মধ্যে মিল্টন বলেন, দীর্ঘদিন যাবৎ আমার জ্বর, সর্দি, কাশি ভালো না হওয়ায় স্বেচ্ছায় হাসপাতালে নমুনা দিয়েছিলেন এবং তিনি করোনা পজিটিভ হয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি নিয়মিত গরম পানি, বিভিন্ন শাক সবজি ও ভিটামিন সি জাতীয় খাদ্য খেয়েছেন।
চিকিৎসক ফরিদুজ্জামান জানান, বাগাতিপাড়ায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৮ জন। এদের মধ্যে ৩জন সুস্থ হলেন। আশা করি দ্রুত অন্যরাও সুস্থ হয়ে উঠবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পাল বলেন, করোনা একটি যুদ্ধ। এই যুদ্ধে আমাদের সকলকে জিততে হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com