logo
আপডেট : ১৪ জুন, ২০২০ ১৮:৫৪
না ফেরার দেশে সাবেক ফুটবলার মানিক
নিজস্ব প্রতিবেদক

না ফেরার দেশে সাবেক ফুটবলার মানিক


জাতীয় ফুটবল দলের সাবেক মিডফিল্ডার, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ নুরুল হক মানিক আর নেই। আজ বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদকসহ সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
জাতীয় দলের সাবেক ফুটবলার মিডফিল্ডার নুরুল হক মানিক দীর্ঘ ১০ বছর লাল-সবুজ জার্সিতে খেলেছেন। ক্লাব ক্যারিয়ারওসমৃদ্ধ ছিল মানিকের। আরামবাগ, ইয়ংমেন্স, ব্রাদার্স এবং মোহামেডান ফুটবল ক্যারিয়ার তার এই চার ক্লাব ঘিরেই। চার ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালনের বিরল কীর্তিরও অধিকারী ছিলেন।
এর আগে শুক্রবার ভোরে সাবেক ফুটবলার ও আরামবাগ ক্রীড়া সংঘের সদস্য হাজী মো: ওয়াহিদুজ্জামান ময়না হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com