logo
আপডেট : ১৫ জুন, ২০২০ ১৬:৪৭
নরসিংদীতে দ্বিতীয়বার আক্রান্ত হয়ে পরিসংখ্যানবিদের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক


নরসিংদীতে দ্বিতীয়বার আক্রান্ত হয়ে পরিসংখ্যানবিদের মৃত্যু


নরসিংদীতে করোনা থেকে সুস্থ হওয়ার পর পুনরায় আক্রান্ত হয়ে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আব্দুল মতিন (৫৯) মৃত্যুবরণ করেছেন। সোমবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নরসিংদীতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এপ্রিল মাসে কোন উপসর্গ ছাড়াই প্রথম করোনা পজিটিভ শনাক্ত হয় আব্দুল মতিনের। এরপর পুনরায় পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। পরবর্তীতে তিনি অফিসে দায়িত্ব পালন শুরু করেন। কয়েকদিন ধরে থেকে তার জ্বর, শ্বাসকষ্ট, কাশি, গলা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাকে করোনা ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে করোনা উপসর্গ থাকায় তার নমুনা নেয়া হয়।
তিনি জানান, ১০ জুন বুধবার তার তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। নমুনা পরীক্ষায় গতকাল রবিবার তার করোনা পজিটিভ শনাক্ত হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com