logo
আপডেট : ১৫ জুন, ২০২০ ২১:৪৬
করোনা আক্রান্ত বলে ইনুকে গুজব রটানো হচ্ছে: জাসদ

করোনা আক্রান্ত বলে ইনুকে গুজব রটানো হচ্ছে: জাসদ


অনলাইন ডেস্ক
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি করোনা আক্রান্ত বলে গুজব রটানো হচ্ছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানান।  
তিনি বলেন, মানসিকভাবে বিকৃত একদল লোক ফেইসবুক ও কিছু অনলাইনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি করোনা আক্রান্ত বলে গুজব ছড়িয়ে তার মৃত্যকামনা করে তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে।
বিজ্ঞপ্তি বলা হয়, হাসানুল হক ইনু মাস্ক পড়ে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিনই সীমিতভাবে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তিনি গত ১০-১১ জুন দুইদিন সংসদ অধিবেশনে যোগদান করেন। তিনি মোবাইল টেলিফোন, ইন্টারনেট, ই-মেইল, অনলাইনে সকল ধরনের রাজনৈতিক-সাংগঠনিক-প্রশাসনিক কর্মকাণ্ড সমন্বয় করছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com