logo
আপডেট : ২৭ জুলাই, ২০১৮ ২২:৫৭
সংকট নিরসনে সংলাপে প্রস্তুত অলি
নিজস্ব প্রতিবেদক

সংকট নিরসনে সংলাপে প্রস্তুত অলি

২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমেদ বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায়, চলমান বন্ধ্যাত্ব নিরসনে সরকারের সঙ্গে যেকোনো স্থানে যেকোনো সময় সংলাপে প্রস্তত রয়েছে এলডিপি। শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলেন অলি আহমেদ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিবৃতি দিলো এলডিপি।

সংলাপের বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যকে ইতিবাচক হিসেবে আখ্যা দিয়ে এলিডিপি নির্বাচনের বিষয়ে সংলাপের জন্য প্রস্তুত বলেও বিবৃতিতে বলা হয়।

এদিকে বিএনপি জোটের শরিক বাংলাদেশ ন্যাপও ওবায়দুল কাদেরের সংলাপ নিয়ে দেয়া বক্তব্যকে সাধুবাদ জানিয়েছে। তারাও নির্বাচনের বিষয় সংলাপে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি। তিনি বলেন, বাংলাদেশ ন্যাপ সব সময়ই জাতীয় সংলাপের বিষয়ে বলে আসছে। সংলাপের মধ্য দিয়ে সমস্যা সমাধান করতে পারলে গণতন্ত্রের জন্য তা হবে শুভ।

গানি বলেন, সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংলাপ প্রশ্নে বক্তব্যকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। আমরাও সংলাপের জন্য প্রস্তুত। প্রয়োজন সরকার প্রধানের উচিত সব নিবন্ধিত দলের সঙ্গে জাতীয় সংলাপের আয়োজন করা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com