logo
আপডেট : ১৬ জুন, ২০২০ ১১:১০
পাওয়া গেল পাকিস্তানে নিখোঁজ ভারতীয় ২ কর্মকর্তাকে
নিজস্ব প্রতিবেদক

পাওয়া গেল পাকিস্তানে নিখোঁজ ভারতীয় ২ কর্মকর্তাকে


অনলাইন ডেস্ক
পাওয়া গেছে পাকিস্তানে নিখোঁজ ভারতীয় দূতাবাসের সেই দুই কর্মকর্তাকে। সোমবার গভীর রাতে পাকিস্তান পুলিশ তাদের ‘ফেরত দেয়’। খবর এনডিটিভির।  
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মিশন থেকে দুই কিলোমিটার দূরে দুজন সড়ক দুর্ঘটনায় পড়েছিলেন।
পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, দুই চালক দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে সাধারণ মানুষ তাদের আটকে রাখে।
দুজনকে খুঁজে না পেয়ে সোমবার পাকিস্তান সরকারকে জানায় ভারত। এরপর দিল্লিতে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়।
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক গত কয়েক দিন ধরে নতুন মোড় নিয়েছে গুপ্তচরবৃত্তির অভিযোগে। পাকিস্তানের দুই কর্মকর্তাকে তাড়ানোর পর ইসলামাবাদে থাকা ভারতীয় কর্মকর্তারা শঙ্কায় আছেন। ইসলামাবাদ দূতাবাসের কর্মকর্তারা ‘অবৈধভাবে আটক’ এবং নির্যাতনের শিকার হতে পারেন বলে শঙ্কা করছে ভারত সরকার।
ভারতকে ‘জবাব’ দিতে পাকিস্তান তাদের সীমান্ত থেকে তিনদিন আগে দুজন ভারতীয়কে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।
বিষয়টি নিয়ে ভারত নিজেদের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে পাকিস্তানকে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com