logo
আপডেট : ১৬ জুন, ২০২০ ১৪:১৭
করোনায় মারা গেলেন সোহরাওয়ার্দীর সাবেক পরিচালক
অনলাইন ডেস্ক

করোনায় মারা গেলেন সোহরাওয়ার্দীর সাবেক পরিচালক


এবার প্রাণঘাতী করোনায় প্রাণ হারালেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।
তিনি জানান, প্রায় ৩ সপ্তাহ আগে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়। সেই থেকেই চিকিৎসা চলছিল। এর মধ্যে মঙ্গলবার ভোরে তিনি মারা যান। ডা. মুজিবুর রহমানের গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তাকে সেখানে দাফন করা হবে।
এফডিএসআর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট এক হাজার ২০৭ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩৩ জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com