লালমনিরহাটে ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার দুপুরে তিস্তা ব্যারাজ এলাকায় তিস্তা নদীর পানি বিপদ সীমার ৮ সে. মি. নিচ দিয়ে প্রবাহিত হতে থাকে। এতে তিস্তা তীরবর্তী নিন্মাঞ্চলে পানি ঢুকে পড়েছে।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এম কে রানা বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওই ইউনিয়নের বেশ কিছু এলাকায় নদীর পানি ঢুকে পড়েছে।
তিস্তা ব্যারাজ দোয়ানী -ডালিয়ার পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা তিস্তা নদীর পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন ধরে ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। মঙ্গলবার দুপুরে তিস্তা ব্যারাজ এলাকায় বিপদ সীমার ৮ সে. মি. নিচ দিয়ে পানি প্রবাহিত হতে থাকে।