বিশ্বের এই সংকটপূর্ণ সময়ে দেশের দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে আপস্টুডিও প্রযোজিত এবং সৌরভ কুন্ডু পরিচালিত 'গিরগিটি' সিনেমা টিমের সদস্যরা।
'টিম গিরগিটি' লক ডাউনের প্রথম পর্যায়ে সায়েদাবাদ বাস টার্মিনালে আটকে পড়া ৩২টি নিঃস্ব ও সহায় সম্বলহীন গনপরিবহন শ্রমিক ও তাদের পরিবারকে চিহ্নিত করে তাদের এক মাসের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে। পাশাপাশি ১৬ থেকে ৩০ মে পর্যন্ত সায়েদাবাদ টার্মিনালে আটকে পড়া প্রায় ১০০ জন শ্রমিক ও ভ্রাম্যমাণ মানুষদের জন্য দুই বেলা রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়।
এছাড়াও উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চল ঠাকুরগাঁও জেলায় সদরে বসবাসকারী কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, যাদের মধ্যে সবচেয়ে অবহেলিত ‘ওড়াও’ সম্প্রদায় (মূল পেশা - কৃষি ও দিন মজুর)। এ সম্প্রদায়ের প্রায় ৭০ টি পরিবার কে ফুড এইড প্রোগ্রামের আওতায় এনেছে 'টিম গিরগিটি'। পাশাপাশি কোভিড ১৯ এর চ্যালেঞ্জ মোকাবেলায় সাধারণ করনীয় পদক্ষেপ সম্পর্কিত একটি ‘Open Learning session’ আয়োজন করা হয়।
এছাড়া যৌথ ভাবে খুলনার বানিয়াশান্তার প্রায় ১০০ পরিবার এবং খুলনার জুটমিল শ্রমিকদের ২০০ মোট ৩০০ পরিবারের এক মাসের ফুড এইড কার্যক্রম সম্পাদন করা হয়েছে।
এ প্রসঙ্গে গিরগিটির পরিচালক সৌরভ কুন্ডু বলেন, ‘ চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি আমাদের একটি সামাজিক দায়বদ্ধতা আছে। সে জায়গা থেকেই আমাদের এই উদ্যোগ। দিন শেষে আমরা মানুষের জন্যই চলচ্চিত্র নির্মাণ করি । তাই এই দূর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের একটি দায়িত্ব। একটি সুস্থ স্বাভাবিক পরিবেশের অপেক্ষায় আছি।’
প্রযোজনা সংস্থা আপস্টুডিও’র সি ই ও হামিদুল হাসান নবীন বলেন, ‘সিনেমা তৈরির বাজেট থেকে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অনেকেই আমাদের এই উদ্যোগের সাথে শামিল হয়েছেন । আমরা মূলত কিছু সুনির্দিষ্ট Social Safety Net Program নিয়ে কাজ করছি। ফুড এইড কার্যক্রমের পাশাপাশি আমাদের মূল উদ্দেশ্য খেটে খাওয়া মানুষদের পুনরায় স্বাবলম্বী করে তোলা। এতে করে আমাদের প্রান্তিক পর্যায়ের অর্থনীতি সচল থাকবে। জুলাই মাস থেকে আমরা দরিদ্র কৃষকদের সার ও বীজ দিয়ে সহায়তা করবো । অনুদানের ব্যপ্তি বাড়ানোর জন্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফান্ড রাইজিং কার্যক্রম চালু করেছি।’