logo
আপডেট : ১৬ জুন, ২০২০ ১৬:১১
এবার আত্মহত্যা করলেন সুশান্তের বৌদি

এবার আত্মহত্যা করলেন সুশান্তের বৌদি


সুশান্ত সিং রাজপুত’র মৃত্যুর শোক কাটতে না কাটতেই আরও একজনের মৃত্যু। আত্মহত্যা করেন সুশান্তের বৌদি (ভাবি) সুধা দেবী।
দেববের মৃত্যুর শোক মানতে না পেরে তার এই আত্মহত্যা বলে ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে। আর এ মৃত্যুর খবরটি প্রকাশ্যে আসার পর আরেক দফা শোকের ছায়া নেমে এসেছে বলিমহলেও।
সুশান্তের মৃত্যুর পর থেকেই খাওয়া-দাওয়া ছেড়ে দেন তার ভাবি সুধা দেবী। অবশেষে শোক আর সহ্য করতে না পেরে সোমবার (১৫ জুন) আত্মহত্যা করেন তিনি। এছাড়া সুধা দেবী বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলেও জানা গেছে।
সুশান্ত সিং রাজপুতের ভাই অম্বরেন্দ্র রাজপুতের স্ত্রী সুধা দেবী বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। অসুস্থতা আর দেববের শোকে জীবনের কাছে পরাস্ত হন সুধা।
এদিকে রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com