logo
আপডেট : ১৬ জুন, ২০২০ ১৭:০৭
করোনা ঠেকাতে যুক্তরাজ্যে আরও এক ভ্যাকসিনের ট্রায়াল

করোনা ঠেকাতে যুক্তরাজ্যে আরও এক ভ্যাকসিনের ট্রায়াল


অনলাইন ডেস্ক
করোনা ঠেকাতে বিশ্বের ক্ষমতাধর প্রভাবশালী দেশগুলো এর প্রতিষেধক তৈরি করতে গবেষণা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানীরা দিন-রাত খেটে চলেছেন ভ্যাকসিন আবিষ্কার করতে। এরই মধ্যে যুক্তরাজ্যে চলতি সপ্তাহে কভিড-১৯ রোগের আরেকটি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হচ্ছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম মিরর অনলাইন।
প্রতিবেদনে বলা হয়েছে, ইমপেরিয়াল কলেজ লন্ডনের এই ট্রায়ালের প্রথম ধাপে ৩০০ মানুষকে যুক্ত করা হবে। একটি ভ্যাকসিনের ট্রায়ালে সাধারণত তিনটি ধাপ অনুসরণ করা হয়। প্রতিটি ধাপের ট্রায়ালে মানুষের সংখ্যা বাড়ানো হয়। এই ভ্যাকিসনের ট্রায়ালের প্রথম ধাপে ১৮ থেকে ৭০ বছর বয়সী মানুষদের যুক্ত করা হবে। সামনের কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে তারা ভ্যাকসিনের দুটি করে ডোজ নেবেন। প্রথম ধাপ সফল হলে দ্বিতীয় ধাপে ৬ হাজার মানুষকে যুক্ত করা হবে।
ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন নিয়ে কয়েক মাস ধরে বেশ আলোচনা চলছে। ট্রায়ালে থাকা এই ভ্যাকসিনের সঙ্গে ইমপেরিয়াল কলেজও যুক্ত। কিন্তু তারা আলাদা করে ব্রিটিশ সরকারের কাছ থেকে ৪১ মিলিয়ন পাউন্ডের ফান্ড নিয়েছে। বিচ্ছিন্নভাবে সংগ্রহ করেছে আরও ৫ মিলিয়ন পাউন্ড। এই অর্থ দিয়ে নিজেরাই ভ্যাকসিন আনার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। কোনো প্রতিষেধক না থাকা নভেল করোনাভাইরাসের টিকা তৈরি করতে ব্রিটেনসহ আরও অনেক দেশ উঠেপড়ে লেগেছে। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com