logo
আপডেট : ১৬ জুন, ২০২০ ১৭:৩৮
আরও বেশি অসহিষ্ণু কিম, এবার উড়িয়ে দিল সীমান্তের লিয়াজোঁ অফিস

আরও বেশি অসহিষ্ণু কিম, এবার উড়িয়ে দিল সীমান্তের লিয়াজোঁ অফিস


অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার উপর আগের থেকেও বেশি অসহিষ্ণু হয়ে উঠেছে কিম জং উন। এবার দুই কোরিয়ার সীমান্ত এলাকায়, একটি লিয়াজোঁ অফিস উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর পৌনে তিনটার দিকে বিস্ফোরিত হয় ভবনটি। 
জানা গেছে, সিউলের বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের সামরিক পদক্ষেপের হুমকির কয়েক ঘণ্টা পরই ঘটে এ ঘটনা। উত্তর কোরীয় ভূখণ্ডে, সীমান্তবর্তী ক্যাসংয়ে অবস্থিত লিয়াজোঁ অফিসটি খোলা হয়েছিল ২০১৮ সালে। কোরীয় সংকট সমাধানে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হতো অফিসটি। 
তবে করোনা মহামারি পরিস্থিতিতে লকডাউনের বিধিনিষেধে, জানুয়ারি থেকে বন্ধ ছিল এটি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত উত্তর কোরিয়ার দেশত্যাগী বিভিন্ন গোষ্ঠীর প্রচারণামূলক কর্মকাণ্ডে উত্তেজনা বাড়ে কোরীয় উপদ্বীপে। সীমান্তের নিরাপদ অঞ্চল বলে পরিচিত ‘ডিমিলিটারাইজড জোনে’ সেনা পাঠানোরও হুমকি দিয়েছে কিম প্রশাসন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com