logo
আপডেট : ১৭ জুন, ২০২০ ১১:৩৬
সুশান্তের মৃত্যুতে রাগে, ক্ষোভে সালমান-করণের কুশপুত্তলিকায় আগুন

সুশান্তের মৃত্যুতে রাগে, ক্ষোভে সালমান-করণের কুশপুত্তলিকায় আগুন


অনলাইন ডেস্ক
বলিউড সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহর এবং সালমানন খানের বিরুদ্ধে বিষোদগার করছেন নেটিজেনদের একাংশ। সুশান্তের মৃত্যুর জন্য করণ আর সালমানদের দায়ি করে তাদের কুশপুত্তলিকা পোড়ান প্রয়াত অভিনেতার ভক্তরা।
জানা যায়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার ভক্তরা সলমন খান এবং করণ জোহরের কুশপুতুল পোড়াতে শুরু করেন পাটনায়। সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের এই বড় তারকাদের স্বজনপোষণকেই দায়ী করছেন অনেকে। সেই রাগ এবং ক্ষোভেই করণ জোহর এবং সালমান খানের কুশপুত্তলিকা পোড়ানো হয় পাটনায়।
এদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহরের ধর্মা প্রোডাকশন, যশরাজ ফিল্মস, টি সিরিজ, একতা কাপুরের বালাজি, সালমান খান প্রোডাকশন এবং নাদিয়াদওলা প্রয়োজনা সংস্থার দিকে আঙুল তোলেন কমল আর খান। 
সুশান্তের মৃত্যুর পর কেআরকে একটি ট্যুইট করেন। সেখান তিনি অভিযোগ করেন, বলিউডের এই ৬টি প্রযোজনা সংস্থার হাতে গোটা বলিউড। এই ৬টি সংস্থা যদি কাউকে পছন্দ না করে, তাহলে খুব সহজে যে কোনও কারও ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে বলেও মন্তব্য করেন কমল আর খান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com