logo
আপডেট : ১৭ জুন, ২০২০ ১১:৫৪
সেই গোলানে এবার বসতি স্থাপনের ঘোষণা দিল ইসরায়েল

সেই গোলানে এবার বসতি স্থাপনের ঘোষণা দিল ইসরায়েল


অনলাইন ডেস্ক
১৯৬৭ সালের জুন মাসে আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরীয় ভূখণ্ড গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। ১৯৮১ সালে একতরফাভাবে ওই এলাকা নিজেদের বলে ঘোষণা করে দেশটি। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে সেই স্বীকৃতি দেয়নি।
গত বছর শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই গোলান মালভূমিকে ইসরায়েলের বলে স্বীকৃতি দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে রেখেই ওই স্বীকৃতিতে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প।
এবার সেই গোলান মালভূমিতে বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘ট্রাম্প মালভূমি’।
রবিবার দেশটির আবাসনবিষয়কমন্ত্রী জিপি হোটোভ্যালি জানান, ইসরায়েলের বসতিবিষয়ক মন্ত্রণালয় ‘রামাত ট্রাম্প’ প্রকল্পের কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে।
প্রসঙ্গত, হিব্রু ভাষায় রামাত মানে মালভূমি এবং রামাত ট্রাম্প অর্থ ট্রাম্প মালভূমি। গোলান মালভূমিকে ইসরায়েল ‘ট্রাম্প মালভূমি’ নাম দিয়ে প্রকল্পটি শুরু করতে যাচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আবাসন প্রকল্পে তিনশ’ পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com