logo
আপডেট : ১৭ জুন, ২০২০ ১২:৩৫
করোনা নিয়ন্ত্রণের ঘোষণার দিনে ব্রাজিলে আক্রান্ত ৩৪ হাজার

করোনা নিয়ন্ত্রণের ঘোষণার দিনে ব্রাজিলে আক্রান্ত ৩৪ হাজার


অনলাইন ডেস্ক
ব্রাজিল সরকার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের আসার ঘোষণা দিয়েছিল। কিন্তু সেই ঘোষণাকে উড়িয়ে দিয়েছে করোনা সংক্রমণের সংখ্যা। ঘোষণা দেওয়ার দিন দেশটিতে নতুন করে ৩৪ হাজার ৯১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ১ হাজার ২৮২ জন।
কোভিড-১৯ এ আক্রান্ত ও প্রাণহানির হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত ব্রাজিলে মোট আক্রান্ত ৯ লাখ ২৮ হাজার ৮৩৪ জন। আর মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ৪৫ হাজার ৪৫৬ জন।
২৪ ঘণ্টার হিসাবে ব্রাজিলে এর আগে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় ১০ জুন। সেদিন ৩৩ হাজার ১০০ জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com