logo
আপডেট : ১৭ জুন, ২০২০ ১৬:৩১
আগামী ২১ জুন সূর্যগ্রহণ, জেনে নিন গ্রহণকালে গ্রহের অবস্থান

আগামী ২১ জুন সূর্যগ্রহণ, জেনে নিন গ্রহণকালে গ্রহের অবস্থান


অনলাইন ডেস্ক
আগামী ২১ জুন রবিবার সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানের মতে সূর্য চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় অর্থাৎ চন্দ্র যখন সূর্য এবং পৃথিবীর মাঝে অবস্থান করে তখন চন্দ্রের ছায়া পৃথিবীর উপর পড়লে সূর্যগ্রহণ ঘটে। সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতে হয়। এবারের গ্রহণ কাল : গ্রহণ শুরু সকাল ৯টা ১৬ মিনিট। শেষ বেলা ৩টে বেজে ০৪ মিনিটে। বলয় গ্রাস ১০টা ১৯ থেকে ২টো ০২ মিনিট পর্যন্ত। চূড়ান্ত গ্রহণ কাল ১২টা বেজে ১০ মিনিট।
ভারতের পশ্চিমবঙ্গে (পশ্চিমবঙ্গের অন্যান্য স্থানের সময়ের পার্থক্য কম বেশি ০৪ মিনিট) গ্রহণ শুরু: সকাল ১০ টা ৪৬ মিনিট ০৫ সেকেন্ড, শেষ বেলা ২টো ১৭ মিনিট। চূড়ান্ত গ্রহণ কাল ১২টা ৩৫ মিনিট ০৫ সেকেন্ড। আফ্রিকা (পশ্চিম এবং দক্ষিণ ছাড়া), দক্ষিণ পূর্ব ইউরোপ, এশিয়া  থেকে দেখা যাবে। কলকাতা থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। 
গ্রহণ কালে গ্রহের অবস্থান: সূর্য (রবি) মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে। চন্দ্র মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে, (১টা ১৯ মিনিট পর্যন্ত) এবং আদ্রা নক্ষত্রে। রাহু মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে। বুধ মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে (বক্র গতি)। কেতু-ধনু রাশি, মূলা নক্ষত্রে। বৃহস্পতি মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রে (বক্র গতি)। শনি মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রে, (বক্র গতি)। মঙ্গল মীন রাশিতে, পূর্বভাদ্রপদ নক্ষত্রে । শুক্র বৃষ রাশিতে, রোহিণী নক্ষত্রে (বক্র গতি)। (রাহু ও কেতুর সর্বদা বক্র গতি)।
গ্রহণের সময় বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। গ্রহণের সময় কিছু খাওয়া উচিত নয়। গ্রহণের আগে রান্না করা খাবার গ্রহণের পরে না খাওয়া উচিত। গ্রহণের সময় রান্না না করা উচিত। গ্রহণ দেখার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। খালি চোখে গ্রহণ দেখা উচিত নয়। সূত্র : আনন্দবাজার পত্রিকা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com