logo
আপডেট : ১৭ জুন, ২০২০ ১৬:৫৩
ভারত একতরফা সিদ্ধান্ত নিলে ফল ভালো হবে না, হুঁশিয়ারি চীনের

ভারত একতরফা সিদ্ধান্ত নিলে ফল ভালো হবে না, হুঁশিয়ারি চীনের


অনলাইন ডেস্ক
উত্তেজনা কমানোর প্রচেষ্টার মধ্যেই হঠাৎ সংঘর্ষ। লাদাখে গালোয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনার সংঘর্ষ ঘিরে সীমান্তে ব্যাপক উত্তেজনা চলছে। আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিঝিয়ান বলেন, "ভারতীয় বাহিনী যেন সীমান্ত পেরনো বা এক তরফা পদক্ষেপের মতো কিছু না করে, তার ফলে আরও জটিল হতে পারে সীমান্ত পরিস্থিতি।" তার মতে দুই দেশই শান্তিরক্ষার জন্য উত্তেজনা প্রশমন করতে আলোচনা চালছিল। শান্তি বিঘ্নিত করে সংঘর্ষের দায় কার্যত ভারতের ঘাড়ে চাপান তিনি।
মঙ্গলবার সংঘর্ষের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "ভারতীয় বাহিনী সীমান্ত পেরিয়ে চীনা বাহিনীর উপর অতর্কিতে হামলা চালিয়েছিল।" সেই হামলার পাল্টা উত্তর দিতেই চীন আক্রমণ করে, দাবি বেইজিংয়ের। সেই সঙ্গে বেইজিংয়ের সঙ্গে আলোচনায় না গিয়ে নয়াদিল্লি যেন কোনও নতুন পদক্ষেপ না করে, সে বিষয়েও হুঁশিয়ারি দেয়া হয়।
পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্য নিহত হয়। সূত্র: জি-নিউজ


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com