আপডেট : ১৯ জুন, ২০২০ ২০:৫০
করোনায় আক্রান্ত সাবেক এমপি বদি
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের তথ্যানুযায়ী সাবেক এমপি বদির করোনা পজিটিভ ধরা পড়েছে।
তিনি বর্তমানে কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব হেলাল উদ্দিন।
আবদুর রহমান বদি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, আবদুর রহমান বদি পত্নী, উখিয়া-টেকনাফের বর্তমান সংসদ সদস্য শাহীন আকতার কিছু দিন আগে করোনা টেস্ট করেন। এতে তার করোনা নেগেটিভ আসে।।