logo
আপডেট : ২০ জুন, ২০২০ ১৫:২৩
লাদাখ সীমান্তে উড়ছে ভারতীয় হেলিকপ্টার চিনুক
নিজস্ব প্রতিবেদক

লাদাখ সীমান্তে উড়ছে ভারতীয় হেলিকপ্টার চিনুক


ভারত-চীন সীমান্তে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়ে দিয়েছেন, চীন ভারতের একচুল ভূখণ্ড দখল করতে পারেনি। এই অবস্থায় ভারত-চীন সীমান্তে সেনা বহর বাড়াচ্ছে ভারত।
লাদাখ সীমান্তে প্রবল হচ্ছে যুদ্ধ সম্ভাবনা। সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ঘোরাঘুরি করতে দেখা গেলো ভারতীয় বাহিনীর অন্যতম বিধ্বংসী হেলিকপ্টার চিনুক।
পাশাপাশি ইন্দো-চীন নিয়ন্ত্রণরেখায় এবার যুদ্ধবিমান মোতায়েন করলো ভারত। লাদাখের আকাশসীমায় বিশেষ নজরদারিরের দায়িত্ব রয়েছে ভারতের পিআইটআই বিমান। আকাশ থেকে সমুদ্রের তলদেশে ডুবোজাহাজ খুঁজতে সক্ষম এই বিমান ডোকোলাম বিবাদের সময়েও অজরদারি চালিয়েছিলো।
পিএইটআই বিমানে ভূমি ও পানি থেকে ছোঁড়া অস্ত্রকে ঠেকানোর প্রযুক্তি রয়েছে। মার্কিন নৌসেনা এই বিমান ব্যাবহার করে।
অন্যদিকে গালওয়ান সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে চীনও। ভারতের দাবি, স্যটেলাইট চিত্রে দেখা গিয়েছে, সীমান্তে নির্মাণকাজের জন্য কাঁচামাল মজুদ করছে চীনের সেনারা। পাশাপাশি, প্যাংগং সোতেও চিন সেনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে।
তবে প্যংগং এলাকাকে নিজেদের কাছে ধরে রাখতে প্রস্তুত ভারতও। প্যাংগংয়েও সেনা পাঠিয়েছে ভারত। ভারতের দাবি, গালওয়ান উপত্যকায় প্রায় ১০০ তাঁবু গেড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। এছাড়া ডেমচকের কাছাকাছি এলাকাতেও সেনা সমাবেশ বাড়িয়েছে চীন।
চীনের সামরিক তৎপরতার জেরে সীমান্তে সেনা সমাবেশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এদিকে গত বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য মেজর জেনারেল পর্যায়ের আলোচনায় বসে ভারত ও চীন। তারপরেই দুই ভারতীয় মেজরসহ আটক ১০ ভারতীয় সেনাকে মুক্তি দেয় চীন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com