logo
আপডেট : ২০ জুন, ২০২০ ১৫:৩২
৯ মাস পর দেশে ফিরেছেন এন্ড্রু কিশোর
নিজস্ব প্রতিবেদক

৯ মাস পর দেশে ফিরেছেন এন্ড্রু কিশোর


সিঙ্গাপুরে চিকিৎসা সেরে ৯ মাস পর গেলো ১১ জুন রাত আড়াইটার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর।
তবে শরীরের অবস্থা বিবেচনায় দেশে ফেরার খবর এখনই কাউকে জানাতে চাননি এই গুণী সংগীত শিল্পী। বর্তমানে তিনি নিজের মিরপুরের বাসাতেই অবস্থান করছেন।
দেশে ফেরা প্রসঙ্গে এন্ড্রু কিশোর গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েক দিন হলো দেশে এসেছি। তবে শরীরের অবস্থা এখন ভালো নয়। কোলাহলমুক্ত থাকতে ডাক্তারের কড়া নির্দেশ, সেই নির্দেশনা মেনেই চলছি।
গেল বছরের সেপ্টেম্বর মাস থেকে ক্যান্সারে (নন-হজকিন লিম্ফোমা) আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোর। এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে তার দেশে ফেরার কথা শোনা গিয়েছিলো। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তখন ফেরা সম্ভব হয়নি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com