logo
আপডেট : ২০ জুন, ২০২০ ১৫:৩৭
হঠাৎ কানাডা গেলেন হানিফ
নিজস্ব প্রতিবেদক

হঠাৎ কানাডা গেলেন হানিফ


কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা গেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সেখান থেকে ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা তার। গতকাল শুক্রবার ভোররাত ৪টার দিকে কানাডার উদ্দেশে রওনা হন তিনি।  
মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী (পিএস) তারিকুল ইসলাম টুটুল বাংলাদেশ প্রতিদনকে জানান, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুবুল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়স্বজন রয়েছেন। তাদের সঙ্গে দেখা করতে তিনি কানাডায় গেছেন।
তারিকুল ইসলাম টুটুল জানান, করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছিলেন না হানিফ।
খুব শিগগির মাহবুব উল আলম হানিফ দেশে ফিরে আসবেন বলে জানান তার ব্যক্তিগত কর্মকর্তা। তবে কবে ফিরবেন, এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com